এবার অস্ট্রিয়ার লরিতে বাংলাদেশি অভিবাসী

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lori1এবার অস্ট্রিয়ার লরি থেকে বাংলাদেশি অভিবাসী উদ্ধার হল। মধ্য ইউরোপোর দেশ অস্ট্রিয়ায় একটি লরি থেকে শিশুসহ ২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে  জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শুক্রবার দেশটির ব্রাউনাউ জেলায় লরিটি আটক করা হয়। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় লরির চালককে আটক করা হয়েছে। এর আগে একটি লরি থেকে ৭১ জনের মৃতদেহ উদ্ধারের একদিন পরই ওই লরিটির সন্ধান মেলে।

উদ্ধার ২৬ জনের মধ্যে যে তিনজন শিশু রয়েছে তারা পাঁচ থেকে ছয় বছর বয়সী এবং অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তারা প্রত্যেকেই মারাত্মক পানিশূন্যতায় ভুগছিল।

ওই গাড়িটিতে থাকা ছাব্বিশজন অভিবাসী সিরিয়া, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে এসেছে এবং জার্মানি যাবার চেষ্টা করছিল বলে তারা পুলিশকে জানিয়েছে। তবে সেখানে কতজন বাংলাদেশি আছে তা জানা যায়নি।

গত সপ্তাহে আরেকটি লরিতে ৭১ জনের মৃতদেহ পাওয়ার ঘটনায়, চারজনকে গ্রেফতারের পর একমাসের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজন বুলগেরিয়ান আর একজন আফগান নাগরিক। তাদের স্ব স্ব দেশে পাঠিয়ে দেয়ার জন্য পুলিশ আদালতে আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।

এ মাসেই শুধুমাত্র হাঙ্গেরিতে চল্লিশ হাজারের শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে শরণার্থীদের সমর্থনে জার্মানির শহর ড্রেসডেনে শনিবার হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল করেছে।

এর আগে লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G