এবার আপনার কথা শুনেই কাজ করবে গুগল হোম (ভিডিও)
প্রতিক্ষণ ডেস্কঃ
প্রযুক্তির ব্যবহারে মানুষ নিত্য নতুন আবিষ্কার করছে নানান কৌতুহলী সব জিনিস। এরই ধারাবাহিকতা কখনোই থেমে নেই, নতুন নতুন সব চমকপ্রদ পন্যের উদ্ভাবনে আমরা প্রায়ই বিস্মিত হয়ে যায়। এবারে গুগলের আই/ও সম্মেলনে উন্মুক্ত করা হয়েছে ‘গুগল হোম’ নামে নতুন এক ডিভাইস, যা ব্যবহারকারীর কথা শুনে কাজ করবে।
এর আগে ‘অ্যামাজন ইকো’ নামে স্মার্ট স্পিকার প্রযুক্তির ডিভাইস নিয়ে এসেছিল অ্যামাজন। এত দিন এর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার গুগল নিয়ে এলো ‘গুগল হোম’। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ, এনগেজেট ও সিনেট।
গুগল হোম প্রজেক্টের প্রধান ও গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট মারিও কুয়েইরোজ আই/ও সম্মেলনে গুগল হোমের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।
গুগল হোমে রয়েছে একটি স্পিকার, যা ক্লাউড ও অন্যান্য পোর্টাল থেকে গান বা ভিডিও স্ট্রিমিং করে চালাতে পারবে। আর এ জন্য আপনাকে শুধু মুখে বলতে হবে, গান বা ভিডিওটি বাজানোর কথা। আর আগে থেকে ঠিক করা রাখা কোনো গানের লিস্ট থাকলে শুধু সেই লিস্টের কথা বললেই সে গানগুলো বাজানো শুরু করবে গুগল হোম।
গুগল হোম আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, সেই সঙ্গে আপনার কথামতো কাজও করে দেবে। রাস্তার ট্রাফিকের কী অবস্থা, আজকে বিশেষ কোনো কাজ আছে কি না বা আজ কোনো বিশেষ দিবস কি না সকাল সকাল আপনি জানতে চাইলে আপনাকে সেটা মনে করিয়ে দেবে গুগল হোম।
ঘরের যেকোনো স্থানেই গুগল হোমকে রাখা যাবে। ওয়্যারলেস এই ডিভাইস ঘরের অন্যান্য রুমের সঙ্গেও সংযুক্ত থাকবে। টিভি বা ফোনের সঙ্গেও এটি সংযুক্ত থাকবে। তাই টিভি অন করা বা ইউটিউবের কোনো ভিডিও টিভিতে চালাতে চাইলে সেটা শুধু গুগল হোমকে বললেই কাজ হয়ে যাবে।
গুগল হোমের মাধ্যমে ঘরের অন্যান্য স্পিকার বা টেলিভিশনের সঙ্গেও এটিকে যুক্ত করা যাবে। আর পুরো কাজটাই চলবে ব্যবহারকারীর কণ্ঠের মাধ্যমে।
ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে ঘরের অন্যান্য ডিভাইস ও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকবে গুগল হোম। তাই আপনি চাইলে নিউজ আপডেট থেকে শুরু করে আবহাওয়ার খবর বা যেকোনো তথ্যই জেনে নিতে পারবেন গুগল হোমের কাছ থেকে।
ঘরের এলইডি বাতিগুলো জ্বালানো বা নেভানোর কাজও করতে পারবে এই ডিভাইস। সে সঙ্গে ঘরের সব স্পিকারের সঙ্গে সংযুক্ত থাকবে এটি।
এ বছরের শেষ নাগাদ বাজারে ছাড়া হবে গুগল হোম। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সীমিত কাজ করতে পারবে। তবে গুগল হোমকে আরো আপগ্রেড করার কাজ চালু রয়েছে বলে জানান মারিও কুয়েইরোজ।
প্রতিক্ষণ/এডি/আরএম
https://www.youtube.com/watch?v=_vV-2Xc9jg4