এসআই তৌহিদুলকে প্রত্যাহার
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধ গাড়িচালককে রাস্তায় কান ধরে সিজদা করানোর কারণে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন তাকে কক্সবাজার পুলিশ লাইন্সে ক্লোজডের নির্দেশ দেন।
পাশাপাশি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনজুর কাদের মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তা থেকে বৃদ্ধ গাড়িচালক মীর কাশেম মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেকুয়া চৌমুহনী এলাকায় তাকে থামান এসআই তৌহিদুল। পুলিশ দেখে গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অজুহাতে তাকে কান ধরে রাস্তায় সিজদার নির্দেশ দেন। এতে গাড়িচালক মীর কাশেম আপত্তি করলে অস্ত্রের ভয় দেখিয়ে হাজার হাজার মানুষের সামনে কান ধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করতে বাধ্য করেন ঐ এসআই।
এসআই তৌহিদুলের এ কর্মকান্ডটি ইতোমধ্যে সমালোচনার ঝড় তোলে সারা দেশে।
প্রতিক্ষণ/ এডি/শাআ