ককটেলে উড়ে গেল শিবিরকর্মীর কব্জি
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
গাজীপুরে ককটেল বানানোর সময় বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল আব্দুল আলিম নামে এক শিবিরকর্মীর।
মহানগরের পূর্ব চান্দনা এলাকার একটি বাসায় ককটেল বানাতে গেলে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মিঠু শেখ জানান, উড়ে যাওয়া হাতের মাংস ও রক্ত ঘরের দেয়াল, ব্যবহৃত বেডশিট ও বিছানায় পড়ে থাকতে দেখা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গানপাউডার, দিয়াশলাইয়ের কাঠি, সিসা, ইলেকট্রিক তার ও কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তবে আব্দুল আলিম দাবি করছেন, তিনি শিবিরকর্মী বা ককটেল বানানোর সঙ্গে জড়িত নন।
প্রতিক্ষণ /এডি/আপেল