ককটেল বিস্ফোরণ ঘটেছে বিএনপি কার্যালয়ের সামনে

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০২২ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা সমাবেশের তারিখ দিন যতো এগিয়ে আসছে, নগরী জুড়ে শংকা ততোই বেড়ে চলেছে। এরই মধ্যে আজ শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শংকা আরো বেড়ে গেছে সাধারণ মানুষের মাঝে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি সন্ধ্যার দিকে পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে বিকেলে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G