কথাসাহিত্যিককে হত্যার হুমকি
প্রতিক্ষন ডেস্ক
এবার দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অপরিচিত মোবাইল নম্বর (প্রাইভেট নম্বর লেখা) থেকে কল করে তাকে এ হুমকি দেওয়া হয়। হাসান হাজিজুল হক নিজেই বিষয়টি জানান।
হুমকি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক বলেন, ‘বিকেলে প্রাইভেট নম্বর লেখা একটি মোবাইল থেকে কল করা হয়। রিসিভ করলে বলা হয়, ‘আপনি কি নিজেকে বদলাতে পারবেন?’ জবাবে আমি বলি, ‘আমি কী বদলাবো, কেন বদলাবো?’ তখন বলা হয়, ‘তাহলে প্রস্তুত থাকুন।’
হাসান আজিজুল হক বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা (জঙ্গি/সন্ত্রাসী) আর কী করবে? আমার দুশ্চিন্তা হয় তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব।’
রাজশাহীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। হাসান আজিজুল হক প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
প্রতিক্ষণ/এডি/বিএ