এ.কে.এম.মাহফুজুর রহমান:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ,
কোথায় তুমি ?
এই বাংলায় আজ বড় বেশি প্রয়োজন তোমার ।
আর একটি বার এই বাংলায় এসো তুমি !
অসততা – আঁতাতের বিপরীতে শুদ্ধতার বাতাসে ,
দ্রোহের আগুন জ্বালাও তুমি !
অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল ইসলাম ,
কোথায় তুমি ?
এই বাংলায় আজ বড় বেশি প্রয়োজন তোমার
আর একটি বার এই বাংলায় এসো তুমি !
জঙ্গিদের আস্তানার অন্ধকারের বিপরীতে আলোর পথে
অদম্য মানবতার বিজয় ধ্বনি ঘোষণা কর তুমি !
প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ,
কোথায় তুমি ?
এই বাংলায় আজ বড় বেশি প্রয়োজন তোমার ,
আর একটি বার এই বাংলায় এসো তুমি !
হিংসা – বিদ্বেষ , ধর্ষণ – খুনের বিপরীতে বাগিচার রাজ্যে ,
চামিলী – গোলাপ – গন্ধরাজ ফুলের গন্ধ বিলাও তুমি !
স্বাধীনতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ,
কোথায় তুমি ?
এই বাংলায় আজ বড় বেশি প্রয়োজন তোমার ,
আর একটি বার এই বাংলায় এসো তুমি !
শাষণ – শোষণ – শৃঙ্খলের বিপরীতে সাম্যের ভুবনে
সবার উপরে মানুষ সত্য ঘোষণা কর তুমি !
তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম ,
কোথায় তুমি ?
এই বাংলায় আজ বড় বেশি প্রয়োজন তোমার
আর একটি বার এই বাংলায় এসো তুমি !
পুরাতন – জরাজীর্ণ – মৃত্যুর উপত্যকার বিপরীতে সৃষ্টির
নব উল্লাসে সভ্যতার বিজয় ধ্বনি ঘোষণা কর তুমি !
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।