কমছে গুগল প্লাসের ব্যবহাকারী
নিউজ ডেস্ক, প্রতিক্ষণ ডট কম :
গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছেই। প্রতিনিয়ত নতুন নতুন সোশ্যাল মিডিয়া আসায় প্রতিযোগিতার বাজারে নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর হয়ে পড়েছে এই সোশ্যাল মিডিয়ার। দেখা গেছে, গুগল প্লাসে অ্যাকাউন্ড থাকলেও তার ব্যবহারকারীর সংখ্যা খুব কম।
ফলে অস্তিত্ব সঙ্কটে ভুগছে গুগল প্লাস৷ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে প্রতিযোগীতায় গুগল প্লাস খুব একটা সাফল্য লাভ করতে পারেনি৷ এনালাইটিক্স এবং ভিজুয়ালাইজেসন ব্লগার তরফে এই তথ্য প্রকাশ করেছে৷
প্রযুক্তি বিশ্লেষক অ্যাডওয়ার্ড তথ্য ব্যবহার করে অ্যান্ডারসন এই প্রতিবেদন প্রকাশ করেন৷ গুগল প্লাস সম্পর্কে তিনি যে তথ্য দেন সেখানে দেখা গেছে, গুগল প্লাসে প্রোফাইল সংখ্যা ২.২ বিলিয়ন৷ কিন্তু এর মধ্যে মাত্র নয় শতাংশ ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটিতে পোস্ট করেছেন৷
যার ফলে গুগল প্লাসের ভবিষ্যত প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে৷