কমেছে সূচক

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_3_bg_524784979দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ মার্চ) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৫২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে ১৪ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G