কলা সরাবে গলায় বাঁধা মাছের কাঁটা

প্রথম প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kola1প্রতিদিন বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে।

মাছ খেতে গিয়ে গলায় একবারও কাঁটা বেঁধেনি, এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বারো মাস পাওয়া যায় বলে কলাকে ফল হিসেবে অবহেলা করলেও কলা কিন্তু কাঁটা নামাতে খুবই উপকারী।

চলুন তাহলে জেনে নিই:

গলায় কাঁটা বিঁধলে মুখভর্তি পাকা কলা নিয়ে হালকা করে চিবিয়ে গিলে ফেলুন। পিচ্ছিল কলার সাথে গলায় বিঁধে থাকা কাঁটাও নেমে যাবে।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G