কাঁচা রসুনের উপকারিতা
ফারজানা ওয়াহিদ
রান্নাবান্নায় রসুনের কোন তুলনা হয় না। কিন্তু আপনি কি জানেন কাঁচা রসুনের কোয়া কত উপকারি। কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না। মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি।
তাই আজ জেনে নেই কাঁচা রসুনের কিছু উপকারিতা-
১। ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
২। গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে।
৩। শিরা উপশিরায় প্লাক জমতে বাঁধা প্রদান করে। রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে।
৫। ব্রণ সমস্যা দূরে রাখে।
৬। শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে।
৭। হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
৮। গিঁট বাতের সমস্যা থেকে রক্ষা করে।
৯। ঘুম না হওয়া, অনিদ্রা রোগ মুক্ত রাখে।
১০। দাদ, খোস-পাঁচড়া ধরণের চর্মরোগের হাত থেকে রক্ষা করে।
১১। হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায়।
১২। দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে।
১৩। ক্ষুধামন্দা ভাব দূর করে।
১৪। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে।
১৫। ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
প্রতিক্ষন/এডমি/এফজে