কানাডার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

canadaকানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ড পদত্যাগ করেছেন। হাউজ অব কমনসে মঙ্গলবার তিনি এই পদত্যাগ ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার তার এই পদত্যাগপত্র গ্রহণও করেছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, জন বায়ার্ডের এই হঠাৎ পদত্যাগে অক্টোবরের আসন্ন নির্বাচনে এক জ্যেষ্ঠ নেতাকেই হারাল কনজারভেটিভ সরকার।

কারণ বায়ার্ড শুধু পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেই সরছেন না, কয়েক সপ্তাহের মধ্যে সংসদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

মাত্র ৪৫ বছর বয়সী এই রাজনীতিকের অর্ধেক জীবনই রাজনীতির মঞ্চে কেটেছে। তবে তিনি ‘জীবনের নতুন অধ্যায়’ শুরু করতে চান। এ জন্য রাজনীতি ছেড়ে দিতে চান পুরোপুরি।

বর্তমান সরকার ক্ষমতায় আসে ২০০৬ সালে। ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা ২০১১ সালের মে মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

হাউজ অব কমনসে মঙ্গলবার বায়ার্ড বলেন, ‘আমি গত রাতে প্রদানমন্ত্রীকে ফোন করেছিলাম। আমি যে মন্ত্রী পরিষদ থেকে সরে যাচ্ছি, তাকে তা জানিয়েছি।’

বায়ার্ড বলেন, ‘পরবর্তী নির্বাচনে যে আমি দাঁড়াচ্ছি না, সেটাও আমি পরিষ্কার করেছি। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদ সদস্য হিসেবেও সরে দাঁড়ানোর ইচ্ছাটা আমি প্রকাশ করেছি।’

প্রধানমন্ত্রী হার্পার এক বিবৃতিতে বলেছেন, ‘জন বায়ার্ডের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমাদের অন্যতম ভাল মন্ত্রী। দুঃখের সাথেই আজ তার পদত্যাগ গ্রহণ করতে হচ্ছে আমাকে।’

তবে রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দিন দিন খারাপ সম্পর্কের কারণেই বায়ার্ড এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া নিজ দলের মাঝে বায়ার্ডের বেশ সুনাম। পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও বেশ নাম কুড়িয়েছেন। ইউক্রেনে রুশ ভূমিকার কড়া সমালোচক ছিলেন তিনি। অন্যদিকে সোচ্চার ছিলেন ইসরায়েলের পক্ষে।

নতুন করে কাউকে নিয়োগের আগে বাণিজ্যমন্ত্রী এড ফাস্ট ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হার্পারের সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছেন, কর্মসংস্থান মন্ত্রী জ্যাসন কেনি, ট্রেজারি বোর্ড মন্ত্রী টনি ক্লিমেন্ট এবং অভিবাসন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার।

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G