কালবৈশাখীতে সারাদেশে নিহত ১৪

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৯:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Kal-boyshakheশনিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

রাজধানী: সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝি মারা যান।

এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বায়েজিদ আলম (৫০) ও তারা মিয়া (৪৫) নামের দু’জন রিকশা চালক।

রাজশাহী: ঝড়ে রাজশাহীতে বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু ও আহত হয়েছে অন্তত ১০ জন।

বগুড়া: জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে এক নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন।

পাবনা: কালবৈশাখীর কবলে পড়ে জেলা শহরের চাঁদমারীতে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

নওগাঁ: জেলার মান্দা উপজেলায় ঝড়ে শাহনাজ (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

নাটোর: কালবৈশাখী ঝড়ে গুরুদাসপুর উপজেলার পিপলাগ্রামে খোকন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G