কিম জন নাম হত্যায় দুই নারী আটক
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম (৪৫) হত্যায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। গত মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়।
রয়েল মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ বিন আবু বকর বলেন, বৃহস্পতিবার সন্দেহভাজন দুই নারীকে ধরা হয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজের ভিত্তিতে তাদের চিহ্নিত করা হয়। তাদের একজনের সঙ্গে ছিল ইন্দোনেশিয়ার এবং আরেকজনের কাছে ভিয়েতনামের পাসপোর্ট ছিল।
কিম জন নাম ‘কিম কোল’ নামে মালয়েশিয়ায় ভ্রমণ করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বাইরে অবস্থান করতেন। তাঁর ভাই কিম জন উন একজন কঠোর শাসক। তাঁর বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনেক নিকটাত্মীয়কে হত্যার অভিযোগ রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল