কিষাণের ডাবল সেঞ্চুরি

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০২২ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড হয়ে গেলে আজ চট্টগ্রামের উইকেটে। ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ  ম্যাচে খেলতে নামা ভারতের ওপেনার ইষাণ কিসাণ বিশ্ব ক্রিকেটে ৯ম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন এই নতুন ইতিহাস। ভারতের ৫০ ওভারের ইংনিসে দলীয় সংগ্রহ ৪০৯/৮। ডাবল সেঞ্চুরি করতে বল ব্যয় করলেন ১২৬টি, বাউন্ডারি ২৩টি আর ছক্কা ৯টি!

আর রাতে কিষাণের ব্যক্তিগত স্কোর ২১০, তাতে বাউন্ডারি ২৩টি আর ছক্কা ৯টি। ১০তম ওডিআই খেলতে নামা কিষাণ সরাসরি ডাবল সেঞ্চুরির স্বাদ নিলেন। তার ক্যারিয়ারে কোন সেঞ্চুরির ইতিহাস লেখা নেই। আগের ৯টি ওডিআই ম্যাচে কেবল ৩টি ফিফটি ছিল। ২১০ রানের ইনিংস তিনি শেষ করেন তাসকিনের বলে ক্যাচ দিয়ে।

আগের ৮টি ডাবল সেঞ্চুরির সাথে এবার কিষাণের নামও যোগ হলো ৯ম ব্যাটসম্যান হিসাবে।

২০১০ সালে শচীন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ২০০।

২০১১ সালে শেভাগ  ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে করেন ২১৯।

২০১৩ সালে শার্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ২০৯।

২০১৪ সালে শার্মা শ্রীলঙ্কান বিপক্ষে ২৬৪।

২০১৫ সালে গুপটিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭।

২০১৫ ক্রিস গেইল জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫।

২০১৭ সালে শার্মা শ্রীলঙ্কার বিপক্ষে ২০৮।

২০১৮ সালে ফাকার জামান জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০।

২০২২ সালে কিষাণ বাংলাদেশের বিপক্ষে ২১০।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G