কী হচ্ছে মৌলভীবাজার জঙ্গি আস্তানায়?

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

২য় দিনের মতো আজ সকালে মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় অভিযানে নামার কথা রয়েছে সোয়াটের। তার প্রেক্ষিতে সকাল ৭টায় নাসিরপুর আস্তানার উদ্দেশ্যে রওয়ানা দেয় সোয়াট কিন্তু সেখানে পৌঁছায়নি তারা। এমনকি শহরের আস্তানায় যেতে দেখা যায়নি তাদের। হঠাৎ করে কোথায় গেল সোয়াট টিম? ধারণা করা হচ্ছে বৃষ্টির জন্য তারা অভিযানে নামতে পারেনি। অবশ্য পরে সকাল সাড়ে নয়টার দিকে তাদের শহরে চলাচল করতে দেখা গেছে।

এর আগে নাসিরপুরে গত রাতে অভিযানের এক পর্যায়ে জঙ্গিদের সাড়া না পেয়ে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়। তবে সেখানকার অভিযানের কোনো আনুষ্ঠানিক খবর জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

ধারণা করা হচ্ছে, রাতের অভিযানে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে অভিযান পরিচালকদের থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় কিছু বলছে না প্রশাসন।

একটি সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে অভিযানে নামতে সোয়াটের বিলম্ব হচ্ছে। রাতের অভিযান চালানো বাড়িটিতে পুলিশ এখনো ঢুকতে পারেনি। বৃষ্টির মধ্যে বাড়িটিতে প্রবেশ করা কঠিন হয়ে পড়বে কারণ সেখানে বড় ধরনের বিস্ফোরক থাকতে পারে। আর রাতের অভিযানে হঠাৎ জঙ্গিরা নিরব হয়ে যাওয়ার মানে তাদের মৃত্যু হয়েছে অথবা তারা কৌশলগতভাবে নিরব রয়েছে। তাই নিশ্চিত না হয়ে কিছু করা যাচ্ছেনা। সেখানে অভিযান শেষ হলে একই সোয়াট টিম শহররের বড়হাট আস্তানায়ও অভিযান করবে বলে জানা গেছে। আপাতত উভয় আস্তানা এলাকা শান্ত রয়েছে। তবে আস্তানা দু’টি ঘিরে পুলিশ অবস্থান করছে।

মৌলভীবাজরের জঙ্গিবিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ এইচ খান। এ বিষয়ে সর্বশেষ তথ্য পেতে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G