কুমিল্লার কোটবাড়িতে এবার জঙ্গি আস্তানার সন্ধান

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৭ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান সমাপ্ত ঘোষণার পর পরই একই বিভাগের জেলা মৌলভীবাজারে অভিযান শুরু হয়েছে। আর এর মধ্যেই খবর এলো কুমিল্লায় আরেক ‘জঙ্গি আস্তানার’।

জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঐ বাড়িতে জঙ্গি তৎপরতা চলছে বলে পুলিশের কাছে খবর আছে।

আবিদ হোসেন আরো জানান, আজ বুধবার দুপুর থেকে ঐ বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ বুধবার সকালে জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বরহাট এলাকায় লন্ডনপ্রবাসীর একটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। এ এলাকায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

অন্যদিকে সদর উপজেলার ফতেহপুর এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে। সেই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও জঙ্গিদের দিকে গুলি ছুঁড়েছে। এখনো গোলাগুলি চলছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযানের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G