কুমিল্লায় ‍শিবির নেতা নিহত প্রতিবাদে হরতাল আহব্বান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শিবির নেতা নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার লালবাগ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত শাহাব উদ্দিন পাটোয়ারী (২৭) উপজেলার পৌর এলাকার চান্দিশকরা এলাকার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

 চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার লালবাগ এলাকায় শিবির নেতাকর্মীরা নাশকতা করছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

 তিনি জানান, এ সময় পুলিশকে লক্ষ্য করে শিবির নেতাকর্মীরা ককটেলের ও গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শাহাব উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এদিকে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিনকে গুলি করে ‘হত্যার’ প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর শাখা শিবিরের সভাপতি শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার চট্রগ্রাম বিভাগে থানায় থানায় বিক্ষোভ এবং রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হবে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G