কুড়িগ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দি

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Kurigram Flood Situation pগত ৩ দিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। এতে জেলার ৯ উপজেলার ৫১ টি ইউনিয়নের অন্তত ৫শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে নিত্য দিনের খেটে খাওয়া মানুষ। স্কুল কলেজ মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীসহ অফিস আদালত গামী মানুষও পড়েছে বিপাকে। এ দূর্যোগকে পুঁজি করে বাজারে চাল, ডাল, আটা, তেল, লবন, মরিচ, আলুসহ নিত্য পন্যের দামও বেড়ে দিয়েছে অধিক মুনাফাখোর ব্যবসায়ীগণ। শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি, মলাসহ যাবতীয় খাবারের দামও বৃদ্ধি। তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টর জমির আমন ফসলের ক্ষেত ও শাক-সবজির আবাদ।

এছাড়া জেলার রাজিবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরী, রাজারহাট, ভুরুঙ্গামারী এলাকার অনেক রাস্তা ও ড্রেন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

এ ব্যপারে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে মুঠোফোনের সাহায্যে জানান, গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৭৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৭২ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্ট ৯৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G