কুড়িগ্রামে ৯৯৯ ফোন করে সাহায্য পেলো অসুস্থ বৃদ্ধা
কুড়িগ্রামের উলিপুরে ৯৯৯-এ এক যুবকের ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধাকে (৮৫) হাসপাতালে নিয়েছে পুলিশ। তবে ঐ বৃদ্ধার পরিচয় এখনও পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ জুন) দিবাগত রাত ১২টায় উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের একটি মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক আক্তার হোসেন বলেন, ‘মাদরাসার সামনে দিয়ে বাড়ি ফিরছিলাম। এসময় দেখি এক বৃদ্ধা রাস্তায় পড়ে রয়েছেন। তার এক হাত ক্ষত-বিক্ষত অবস্থায় ছিল। তার এ অবস্থা দেখে সাহায্যের জন্য জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন দেই।’
বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন জানান, ‘৯৯৯ এ ফোন পাওয়ার পর ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বৃদ্ধাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত বৃদ্ধার কোনো পরিচয় আমরা পাইনি।’
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার রায় বলেন, ‘শুক্রবার রাত সোয়া ১২টার পর উলিপুর থেকে এক বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘৯৯৯ এ ফোন পাওয়ার পর পুলিশের একটি দল পাঠাই সেখানে। এরপর বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় ওই বৃদ্ধা অজ্ঞান থাকায় তার কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।’
প্রতিক্ষন/এডি/শাআ