কৃষি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

প্রথম প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

fruitময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৌসুমি ফল উৎসব পালন করেছে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাকৃবি জোনাল পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স কক্ষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করে ‘বাঁধন’।

জানা যায়, বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রুপমের সঞ্চালনায় ও সভাপতি মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএসইআরটি) পরিচালক প্রফেসর ড. শংকর কুমার রাহা, শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুনসহ বাঁধন বাকৃবি জোনাল পরিষদ ও বিভিন্ন হল ইউনিটের বাঁধনকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

ফল উৎসবে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের মধ্যে আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, জামরুল, কামরাঙ্গা, আপেলসহ বিভিন্ন প্রকার মৌসুমী ফল পরিবেশন করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G