কেনিয়ায় ২৫ পুলিশ নিহত

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kaniyaসোমবার রাতে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় কেনিয়ায় পুলিশের অন্তত ২৫ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

গত মাসে গারিসা হামলার পর সম্প্রতি দেশটিতে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

আল শাবাবের সামরিক মুখপাত্র আবু মুসাব জানিয়েছেন, ”সোমবার রাতে গারিসা থেকে ৭০ কিলোমিটার উত্তরের উম্বিস গ্রামে পুলিশের সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ হয়। এসময়  তারা ২০ কর্মকর্তাকে হত্যা করেন।”

ওই মুখপাত্র আরো জানিয়েছেন,”আমরা তাদের সকল অস্ত্র ছিনিয়ে নিয়েছি। তবে আমাদের হামলা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন কেনিয়ার আরো কয়েকজন পুলিশ সদস্য। পরে পুলিশের কাছ থেকে দখল করা পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।”

সোমবার রাতে গারিসা এবং দাদাব এলাকার মধ্যবর্তী শরণার্থী শিবিরে পাহারা দিচ্ছিল পুলিশ। এসময় একটি বোমা বিস্ফোরিত হয়।  এর পরপরই পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। তখন হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন পুলিশ সদস্য পাশের একটি উদ্বাস্তু শিবিরে গিয়ে আশ্রয় নেয়।

উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল গ্যারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাব হামলায় প্রায় দেড়শ মানুষ নিহত হয়। নিহতদের সিংহভাগই কলেছের ছাত্রছাত্রী। এ ঘটনায় আহত হয় আরও ৭৯ জন।

তথ্যসূত্র-আল জাজিরা

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G