কেন্দ্র পাহাড়ায় বিএনপির কমিটি

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

imagesঢাকা দক্ষিণ সিটি নির্বাচন মনিটরিং এবং ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহাড়ার লক্ষ্যে ৫৭টি ওয়ার্ডে ৮টি কমিটি গঠন করেছে ২০-দলীয় জোট।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়।

এ ছাড়া কমিটি ঘোষণার পর থেকে কমিটির সদস্যরা বিএনপি সমর্থিত মেয়ররপ্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে সার্বিক বিষয় কেন্দ্রকে অবহিত করবে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও সদস্য সচিব করা হয়েছে কারাবন্দি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।

তবে তিনি কারাগারে থাকায় কমিটির আরেক সদস্য যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দায়িত্ব পালন করবেন।

এসময় হান্নান শাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে বার বার বলা সত্ত্বেও তারা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।

সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, যদি সেনা মোতায়েন না করা হয় তাহলে আমরা মনে করবো নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন চায় না।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G