কেরোসিন ঢেলে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কেরোসিন ঢেলে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের স্টোর কক্ষ পুড়ে গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন আলম নামে অফিসের এক পিয়ন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীতে অবস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় অফিসের লোকজন।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খাদ্য অফিসের স্টোর কক্ষ পুড়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অফিসের পিয়ন আলম আহত হন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সন্ধ্যায় স্টোর কক্ষ থেকে একটি শব্দ শোনা যায়। পরে ওই কক্ষের দিকে গেলে আগুন দেখতে পাই। আগুনে ওই কক্ষে থাকা কিছু পুরাতন নথিপত্র পুড়ে যায়। দুর্বৃত্তরা ওই কক্ষে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।’
এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত চলছে।
প্রতিক্ষণ /এডি/মেজবা