কে হবেন গাইবান্ধার পৌর পিতা?
গাইবান্ধা প্রতিনিধি
গতকাল সোমবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার পুরো নির্বাচনী এলাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ভোর থেকে শুরু করেছিলেন জনসংযোগ, পথসভা ও মিছিল । মধ্যরাত অবধি চলে এ প্রচারণা। ভোটারদের মনে প্রশ্ন একটাই কে হবেন গাইবান্ধার পৌর পিতা?
আজ মঙ্গলবার থেকে প্রার্থীদের জনসংযোগ নিষেধাজ্ঞা থাকলেও অনেকে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাত পোহালেই অনুষ্ঠিত হবে গাইবান্ধার তিনটি পৌরসভার নির্বাচন। প্রার্থীদের মাঝে চলছে ভোটের হিসাব। সমর্থকরা করছে ভোটের জরিপ। কে কোন এলাকায় কত ভোট পাবেন এ প্রতিবেন সমর্থকরা তুলে দিচ্ছেন প্রার্থীদের হাতে।
সাধারণ ভোটারদের অভিমত, ভোটযুদ্ধ হবে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে। হবে দ্বিমূখী লড়াই।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যা গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ। এসব পৌরসভায় ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র ঝুকিপূর্ণ তালিকা করেছে পুলিশ। ভোটার রয়েছে প্রায় ৮৬ হাজার। প্রতিদ্বন্দীতা করছেন দুই শতাধিক প্রার্থী।
এর মধ্যে,গাইবান্ধা সদর পৌরসভা: মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৭৩ ও সংরক্ষিত আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় মোট ৪৬ হাজার ৩শ ৮১ ভোটারের মধ্যে পুরুষ ২২ হাজার ৬শ ৬১ জন ও নারী ভোটার ২৩ হাজার ৭২০ জন। ভোট কেন্দ্র রয়েছে, ২৯টি যা সবই ঝুকিপুর্ণ। এছাড়া গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী এবং সুন্দরগঞ্জ পৌরসভয় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য, তিনটি কেন্দ্রের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি