কোথায় মানবতার মানবিকতা?

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

-মানবাধিকারমানবাধিকার মানেই মানুষের অধিকার। যখন মানুষ জানতোই না যে তার অধিকার কী; সেই সময় মহানবী হযরত মোহাম্মদ (স:) মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে গিয়েছিলেন তাঁর বিদায় হজ্জ্বের ভাষণে। সেই থেকে আজ পর্যন্ত অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে দেশে দেশে জাতিতে জাতিতে। আজ বিশ্ব মানবাধিকার দিবস। সময়ের যাতাকলে আজ অধিকার শব্দটিই পিষ্ট হয়ে চলেছে প্রতিনিয়ত। এরই ভালো-মন্দের হিসাব কষতে বসবেন আজকের এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্তাব্যক্তিরা।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৮ সাল থেকে বিশ্ব দরবারে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে মানবাধিকার দিবস। বিভিন্ন সেমিনার, মানববন্ধন, র‌্যালীর আয়োজন করা হয় এই দিনকে কেন্দ্র করে।

তাতে কতটুকু  কী হয় এ নিয়ে প্রচুর বিতর্ক থেকেই যায়। কথার ফুলঝুড়ি  আর অনাড়ম্বর অনুষ্ঠান দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইতোমধ্যে আমরা তা বেশ ভালো করেই টের পাচ্ছি। তৃতীয় বিশ্বের দেশগুলোতে বরাবরের মতো বিভাজন চললে। এখানে মানুষের জীবনের মূল্য সামান্য কিছু টাকার বিনিময়ে নির্ধারিত হয়ে যায়। জন্ম-মৃত্যুর স্বাভাবিক প্রক্রিয়া  এখানে অস্বাভাবিকহারে বেড়েই চলেছে।

‘জোর যার মুল্লুক তার’ কথাটির সঠিক অপপ্রয়োগ ঘটাচ্ছে ক্ষমতার চাবি যাদের হাতে তারা। হরেক রকমের অন্যায় দেখতে দেখতে সাধারণ মানুষ এখন অভ্যস্ত হয়ে পড়েছে। দিনেদুপুরে সবার সামনে একদল যুবক যখন চাপাতি নিয়ে অন্য এক যুবককে কুপিয়ে তিলে তিলে হত্যা করে; তখন উপস্থিত লোকজনের ভাব দেখে মনে হয় তারা স্যুটিং দেখছে। নিজে কিছু করার মানসিকতা যেমন নেই তেমনি পুলিশকে জানানোর ইচ্ছাও তাদের ভেতর কাজ করছে না। এই আমাদের মানবতা! মুদ্রার এপিঠ বলুন আর ওপিঠ বলুন; দুদিক থেকেই ঘুণ ধরেছে। তাই সবার আগে আমাদের মনের সুপরিবর্তন প্রয়োজন। তাহলে মানবতার মানবিকতা মন থেকে ফিরে আসলেও আসতে পারে।

 

 প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G