কোম্পানীগঞ্জে পুলিশি হেফাজতে আসামির পলায়ন

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

ইফতেখার রাজু, প্রতিক্ষণ ডট কম  

arrest2 নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশি প্রহরায় এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ডাকাতি মামলার ওই আসামি পালিয়ে যান। তার নাম আবুল হাসেম (২৮) । তিনি ডাকাতি মামলার  আসামি ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বলেন, আবুল হাসেম সিএনজি চালিত অটোরিকশা চালাতেন।কিন্তু থানায় তার নামে ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দুইটায় বসুর হাট বাস স্ট্যান্ড থেকে আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে অসুস্থবোধ করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আর আসামির পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল সাজ্জাদ হোসেন ও ইব্রাহিম খলিল। কিন্তু সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাশেম পালিয়ে যান।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার নিষ্কৃতি চাকমাকে পাঠানো হয়েছে।

 তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/ই রা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G