ক্রিকেটার রুবেলের জামিন বাতিলের আবেদন
ক্রীড়া প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন বাতিল চেয়ে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা আবেদনের শুনানি আগামী ৫ এপ্রিল।
হ্যাপীর আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয় গঠিত হাইকোর্টের বেঞ্চ সোমবার দুপুরে এ দিন ধার্য করেন। আদালতে হ্যাপীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কুমার দেবুল দে।
এর আগে হ্যাপীর করা নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় ১১ জানুয়ারি নিম্ন আদালত ক্রিকেটার রুবেল হোসেনকে জামিন দেন। এ রায়ের পর বৃহস্পতিবার রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন হ্যাপী।
রুবেলের বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) মামলা করেন।
মামলার এজাহারে প্রায় আট মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের প্রলোভন দেখিয়ে হ্যাপীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করার অভিযোগ আনা হয়। এদিকে বিশ্বকাপ ক্রিকেট খেলতে রুবেল জাতীয় দলের সাথে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
প্রতিক্ষণ/এডি/শোহান