কয়লা শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

maymenshingময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কয়লা ডিপোর সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে ।

প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে অারো বড় ধরনের কর্মসূচী গ্রহণ করা হবে।

উল্লেখ্য, হালুয়াঘাট কয়লা আমদানীকারক সমিতির নেতাদেরর সাথে মটর মালিক সমিতির সদস্য জাফর আলী খানের  দ্বন্দ্ব নিয়ে হালুয়াঘাট-ঢাকা রোডে দীর্ঘদিন যান চলাচল বন্ধ ছিলো।

এতে বিক্ষুব্ধ জনতা গত ২৪ এপ্রিল জাফর আলীর জেলা পরিষদ ডাক বাংলোর সামনের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। এ ঘটনায় জাফর আলী ময়মনসিংহ প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আদালতে কয়লা ডিপো সমিতির সভাপতি জসিম উদ্দিনসহ ২২ জনকে আসামী করে গত ৫ মে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে।

প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G