খাবার সরবরাহ না করলে বেঁচে আছেন কিভাবে?
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার না যাওয়ার বিষয়ে বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, খাবার না দিলে বেঁচে আছেন কিভাবে? আর তিনি (খালেদা জিয়া) অফিসে আছেন কেন তা ওতো বুঝি না।
সন্ত্রাস করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না বলেও মনে করেন তিনি। তার মতে, সমস্যার সমাধানের জন্য সংলাপ অপরিহার্য।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে তার চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার রফিক-উল হক বলেন, সব সময় দেখবেন, পৃথিবীর সবখানে সংলাপ করে সমস্যার সমাধান হয়েছে।এখন জাতিসংঘ তারানকোকে পাঠাচ্ছে। কারণ, জাতিসংঘ বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান অবস্থায় সরকারপক্ষ কোনো সমস্যা মনে না করলেও আমার কাছে সমস্যা মনে হচ্ছে। আমরা পহেলা ফাল্গুন পালন করছি। আবার ভ্যালেইনটাইন ডেও করছি। মানুষও পোড়াচ্ছি।
এগুলোতো একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস, অবরোধ-হরতাল এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে সমাধান হবে না।
তার মতে, সংঘাতও বন্ধ করতে হবে, আবার সংলাপও করতে হবে। শুধু দুই নেত্রী নয়, সুধী সমাজের সঙ্গেও কথা বলতে হবে। সংলাপের উদ্যোগ কারা নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সরকারে আছে, তাদের উদ্যোগ নেওয়া উচিত।
প্রতিক্ষণ/এডি/রেজা