খালেদাকে দু’দিনের আল্টিমেটাম সুরঞ্জিতের

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক,প্রতিক্ষণ ডট কম.

বিএনপি চেয়ারপারসন বেসুরঞ্জিত সেনগুপ্ত।গম খালেদা জিয়াকে দু’দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। তাই আগামী দুই দিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নইলে ১৬ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। মনে রাখবেন, সরকারেরও ধৈর্যের একটি সীমা আছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো রাষ্ট্রে কেউ সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি। তাই আপনিও (খালেদা জিয়া) পারবেন না।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে। তাই বলে নাশকতা করার অধিকার নেই। কোনো ধরনের চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে দাবি আদায় কার যাবে না।’

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন, না হলে সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াও বিকল্প অনেক মাধ্যম আছে। যা এখনো ছোঁয়াও হয়নি। কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ধৈর্য দেখাবেন তা সময়ই বলে দেবে।’

সংগঠনের সভাপতি ডা. এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G