খালেদার কার্যালয় ঘেরাওয়ে জড়ো হচ্ছেন শ্রমিকরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda gheraoঅবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে গুলশান-২ নম্বরে জড়ো হচ্ছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা।

সংগঠনের আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে তারা খালেদার কার্যালয় ঘেরাও করবে।

সোমবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন।

এদিকে, বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করেছে মহিলা লীগ। ঢাকা মহানগর উত্তরের মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামসুন নাহার রিনার নেতৃত্বে ৫০-৬০ জন নারী সোমবার সকাল ১১টার দিকে সেখানে অবস্থান নেন। এ সময় তারা ‘হরতাল মানি না, অবরোধ মানি না’ বলে স্লোগান দেন।

রিনা তার বক্তব্যে বলেন, ‘এ অবৈধ হরতার-অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করতে হবে। খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার না করলে আমরা শক্তি প্রয়োগ করতে বাধ্য হব।’

মহিলা লীগের নেতাকর্মীরা কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা কার্যালয়ের প্রবেশ মুখে বসে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G