খালেদার কার্যালয় সংলগ্ন মোবাইল নেটওয়ার্ক বন্ধ
নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় সংলগ্ন মোবাইলফোন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে।
ফলে ওই অফিস ছাড়াও নিকটবর্তী ২০০ মিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর কোম্পনির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিএনপি কার্যালয়ের চারপাশের ৬০ ট্রান্সিভার বেস স্টেশনের তরঙ্গ নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ২০টি, রবি’র ১৫টি এবং বাংলালিংক এর ১৮টি বেস স্টেশন রয়েছে।
এদিকে গত ৩ জানুয়ারি থেকে ঐ এলাকায় নেটওয়ার্ক কিছুটা সীমিত করা হয়েছিল বলেও জানা গেছে।
এর আগে শুক্রবার রাত ৩ টার দিকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়।
এরপর আজ শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে বন্ধ করা হয় ডিস (ক্যাবল) লাইন। তার কিছুক্ষণ পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়
ইন্টারনেট সংযোগ।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে।’
কিন্তু তার এ ঘোষণার পরপরই সারাদেশে আগামীকাল রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
প্রতিক্ষণ /এডি /লতা