খালেদার সাক্ষাত চেয়ে মানবাধিকার সংগঠনের চিঠি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
আইন ও সালিশ কেন্দ্রসহ জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর মোর্চা ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।
রোববার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে বার্তাটি গুলশান কার্যালয়ে চিঠি নিয়ে যান সংগঠনের নির্বাহী সভাপতি আজমেরী বেগম সন্ধ্যা। চিঠিটি তার কাছ থেকে গ্রহণ করেন চেয়ারপারসনের বিশেষ সহাকারী শিমুল বিশ্বাস।
চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সংকট, সহিংসতা, গণমানুষের মৌলিক অধিকার সংরক্ষণ ও সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করতে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান এসব সংগঠনের নেতৃবৃন্দ।
মানবাধিকার সংক্রান্ত ওই ফেডারেশনের আহ্বায়ক হলেন— সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. শাজাহান।
সংগঠনের কমিটিতে আরো রয়েছেন—সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. (অব.) নূরুদ্দীন খান, সাবেক আইজিপি ড. এনামুল হক, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ প্রমুখ।
প্রতিক্ষণ /এডি/মাজেদ