খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে:এমাজ উদ্দিন

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

ddddd_36526 খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা নিকৃষ্টতম উদাহরণ। এরকম ঘটনা পৃথিবীর কোনো সভ্য দেশে ঘটে না।
শনিবার রাত পৌনে ৯টার দিকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা  করে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এর আগে তার (খালেদা জিয়া) ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে আহত করা হয়েছিল। এখন তো মনে হচ্ছে তাকে হত্যার চক্রান্ত চলছে। এই অমানবিক আচরণের জন্য আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না।
তিনি আরও বলেন, এত কিছুর পরও যদি কেউ এটাকে গণতন্ত্রের বিজয় বলে চিৎকার করে। তাহলে তাদের গণতন্ত্রের প্রথম পাঠ শিখতে হবে।
খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে। জাতির  কাছে তিনি দোয়া চেয়েছেন বলেও জানান এমাজউদ্দিন।
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এটা  ব্যক্তির অধিকার, যেটা সংবিধানে রয়েছে।তিনি বলেন, সরকারের এমন আচরণের কারণে নেত্রীর কার্যালয় পরিদর্শনে এসে দেখেছি যে পুরো বাড়িতে বিদ্যুৎ নেই। অন্ধকার। খালেদা জিয়ার সঙ্গে তার দুই নাতনি রয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বলেছেন-‘এ কোন দেশে আছি। কেন আমার বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে।’ আন্দোলন অব্যাহত থাকার কথাও তাকে জানিয়েছেন খালেদা জিয়া।

 

প্রতিক্ষণ/এডি/ বেলাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G