খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

bus 1

সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে ত্রি-পক্ষীয় বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালক জমির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে এই ধর্মঘট ডাকে তারা।

পরিবহন ধর্মঘটে খুলনা বিভাগের ১০টি জেলায় গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভ্যন্তরীণ ও দুরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। আদালতের রায়ের বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটকে অনেকে আদালত অবমাননার সামিল বলে অভিহিত করেন।

সার্কিট হাউজের সভায় বাস চালকের সাজার বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়। এরপরই খুলনা জেলায় দুপুর থেকে এবং সন্ধ্যা ৭টা থেকে সারা বিভাগে বাস চলাচলের ঘোষণা করা হয়।

খুলনার অতিরিক্তি বিভাগীয় কমিশনার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন এবং ট্রাক মালিক সমিতির সভাপতি কাজী সরোয়ার ও খুলনা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিল্পব।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে গত ২২ ফেব্রুয়ারি বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G