খুলে গেল এভারেস্টের যাত্রাপথ

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

যাত্রাপথচলতি বছরের এপ্রিলে নেপালে ভূমিকম্পের কারণে এভারেস্টে বরফ ধসের ঘটনা ঘটে। এতে ১৯ পর্বতযাত্রীর মৃত্যু হয়। এরপর থেকে এভারেস্টে  উঠার রাস্তা বন্ধ করে দেয় নেপাল সরকার।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর এভারেস্টে উঠার যাত্রাপথ খুলে দিয়েছে নেপাল। ভূমিকম্পের পর রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল নেপাল কর্তৃপক্ষ।

রবিবার নেপালের কাঠমুন্ডুতে পর্যটনমন্ত্রী কৃপাসুর শেরপা এক অনুষ্ঠানের মাধ্যমে এভারেস্টে রাস্তা খোলার ঘোষণা দেন।

এরই মধ্যে এভারেস্টে উঠার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন জাপানের পর্বত আরোহী নবুকাজু কুরিকি। ২৫ আগস্ট মঙ্গলবার তিনি নেপালের খুলে দেয়া রাস্তা দিয়ে এভারেস্ট যাত্রা শুরু করবেন। তিনিই হবেন ভূমিকম্পের পর নেপাল দিয়ে এভারেস্ট যাত্রা করার প্রথম পর্বত আরোহী।

 

প্রতিক্ষন/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G