গরুর মাংস বহনঃ খাওয়ানো হলো গোবর ও গোমূত্র

প্রকাশঃ জুন ২৯, ২০১৬ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

india-cow-worship-2011-11-3-7-50-52

ভারতের হরিয়ানা রাজ্যে গরুর মাংসের একটি চালান বহন করায় একদল হিন্দু দুজন মুসলিমকে গোবর ও গোমূত্র খেতে বাধ্য করেছে। ভারতে প্রকাশ হওয়া একটি ভিডিওতে এমনটা দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানা অঙ্গরাজ্যে এবং ঐ ২ জন ব্যক্তি সেখান থেকে দিল্লীতে গরুর মাংস নিয়ে যাচ্ছিল।

হিন্দু ব্যক্তিদের একজন সাংবাদিকদের বলেছেন, তারা ঐ ২ ব্যক্তিকে উচিত শিক্ষা দেবার জন্য দই এবং দুধের সাথে গোবর ও গোমূত্র মিশিয়ে খাইয়েছেন।

উল্লেখ্য, গরু জবাই বা গরুর মাংস বিক্রি করা হরিয়ানা অঙ্গরাজ্যে বেআইনি। যদিও ভারতের সব রাজ্যে এরকম আইন নেই।

ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র হিসাবে গণ্য করে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G