‘গুপ্তচর শকুন’-কে ফেরত দিল লেবানন
আন্তর্জাতিক ডেস্ক
গুপ্তচর সন্দেহে আটক ইসরাইলী শকুনটিকে ফেরত দিয়েছে লেবানন। জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর মধ্যস্থতায় শকুনটিকে ইসরাইলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গত মঙ্গলবার এই শকুনটি ইসরাইলের একটি বন্যপ্রাণী সংরক্ষাণাগার থেকে লেবাননে উড়ে যায়। শকুনটি লেবাননের সীমান্ত পেরিয়ে একটি গ্রামে ঢুকে পড়ার পর গ্রামবাসী সেটিকে আটক করে। এর আকৃতি বিশাল। পাখার বিস্তার ৬ ফিট ৫ ইঞ্চি। শকুনটির লেজে একটি ইলেকট্রনিক যন্ত্র লাগানো ছিল বলে এটিকে ‘গোয়েন্দা’ সন্দেহে আটক করে তারা।
পরে ইসরাইলের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, এটি ছিল তাদের অভয়ারণ্যে সংরক্ষিত একটি শকুন। মধ্যপ্রাচ্যে শকুন পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এটিকে গত বছর স্পেন থেকে আনা হয়েছিলো।
ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা মূলত পাখিটিকে নিয়ে গবেষণা করছিলাম। আর এ কারণেই এর পাখায় ইন্টারনেট-সংযুক্ত স্থান শনাক্তকারী একটি ‘জিপিএস ট্রান্সমিটার’ লাগানো ছিল এবং পায়ে ‘তেল আবিব বিশ্ববিদ্যালয় ইসরাইল’ লেখা সংবলিত একটি ধাতুর রিং ছিল।
ইসরাইলী ‘গুপ্তচর’ সন্দেহে শকুন আটকের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১১ সালেও একবার সৌদি আরবের আরবের মরু শহর হাইয়াল-এ আরেকটি শকুন ধরা হয়েছিল। তখনও ইসরাইলি কর্তৃপক্ষ শকুন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি পরে ইসরাইলী কর্তৃপক্ষের সাথে আলোচনায় করে মীমাংসা করা হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি