ঘন কুয়াশায়ও চলবে ফেরী
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
এখন থেকে শীতকালীন ঘন কুয়াশায়ও চলবে রো রো ফেরী। যানবাহন আর যাত্রীদের আর মাঝ নদীতে ঘন্টার পর ঘন্টা ফেরীতে আটকে থাকতে হবেনা।
নৌ কর্তৃপক্ষ বলছে, শিমুলিয়া চরজানাযাত নৌরুটের ৪টি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৬টি ফেরীসহ মোট ১০টি রো রো ফেরীতে লাগানো হচ্ছে ঘন কুয়াশায় চলতে সক্ষম বিশেষ ফগলাইট।
মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহমেদ আলী জানান, বুধবার রাত ১০টার দিকে শিমুলিয়া নৌরুটের রো রো ফেরী বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ,আমানত শাহ ,শাহ পরাণ ও কেরামত আলীসহ মোট ৪টি ফেরীতে ফগলাইট ইনস্টলেশন করে সেট করা হয়।
তিনি আরো জানান, এখন আর আগের মতো ঘন কুয়াশায় ফেরী করতে পারবে। অন্যদিকে প্রচন্ড শীতের মধ্যে ফেরীগুলোকে ঘন্টার পর ঘন্টা মাঝনদীতে যাত্রী ও যানবাহনসহ আটকা থাকতে হবেনা।
অপরদিকে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সোবহান জানান,পাটুরিয়া রুটের মোট ৬টি রো রো ফেরীতে এ ফগলাইট লাগানোর কাজ শেষ হয়েছে। বিশেষ এসব ফগলাইটগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানী করা হয়েছে যা ঘন কুয়াশায়ও অবিরাম চলতে সক্ষম বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/নূর