ঘরেই হোক রূপচর্চা
প্রাচীনকাল থেকেই নারীরা ঘরোয়া পদ্ধতিতেই রূপচর্চা করে আসছে। পার্লারতো মাত্র কয়েকদিনের কথা। পৃথিবীর যত সুন্দরী -মহাসুন্দরীরা আছেন তারা সবাই ঘরে রূপচর্চা করে নিজেদের সৌন্দর্য ধরে রেখেছেন। পার্লারে যাওয়ার সময় কোথায় তাদের। তাই আজ আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে সহজ কিছু রূপচর্চার কথা বলব। নারীর সৌন্দর্য সচেতনতা আদিকাল থেকেই চলে এসেছে। পার্লারের ব্যবহারতো এই সেদিনের কথা। তাছাড়া লক্ষ করলে দেখবেন, বিশ্বের যত অপরূপা অপূর্ব সুন্দরীরা আছেন এবং ছিলেন; তারা পার্লারে নিজের রুপচর্চা করেন এমনটা বলা যাবেনা। বরং তারা ঘরেই তাদের রূপচর্চার মাধ্যমে নিজেদের সৌন্দর্যের বিকাশ ঘটাচ্ছেন। এবার আপনাদের জানাবো ঘরে বসে নিজেই যেভাবে রুপচর্চার কাজ করতে পারেন সে সম্পর্কে।
প্রয়োজনীয় উপাদান:
দুধ ১ টেবিল চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
মধু ২ চা চামচ,
হলুদ বাটা ১ চা চামচ
ও মুলতানি মাটি ১ চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন:
১. প্রথমে দুধ, লেবুর রস, মধু, মুলতানি মাটি ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সমস্ত মুখে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে যাবার পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে ফেলুন ও নরম তোয়ালে দিয়ে মুছে নিন। এতে আপনার ত্বক অনেক বেশি মসৃণ ও লাবন্যময় হয়ে উঠবে। তবে প্রকৃতির সংস্পর্শ কোনো যাদুকরী পরিবর্তন আনতে পারে না। তেমিনি আপনার ক্ষতিও করে না। তাই নিয়মিত এগুলো ব্যবহার করে যেতে হবে।
প্রয়োজনীয় উপাদান:
মুসুরের ডাল অল্প পরিমাণ ,
চন্দন গুড়ো ২ চা চামচ,
টক দই ১ চা চামচ,
মধু ১ চা চামচ,
লেবুর রস ১ চা চামচ,
কমলার খোসা গুড়া ১ চা চামচ
ও কলা অল্প পরিমাণ।
মুসুরের ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে মিহি করে বেটে নিন। বাটা মসুরের ডালে অন্য উপকরণগুলো মেশান। মেশানোর সময় সতর্ক থাকুন যাতে মেশানো উপকরণটি একটি পেস্টের মতো হয়। এবার মুখে ও গলায় ভালোভাবে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। কিছুক্ষণ পরে পুরোপুরি টানটান হওয়ার আগে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে নিন। নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এই মিশ্রণটি নিয়মিত মাখলে ত্বক উজ্জ্বল হবে।
বি:দ্মর: মনে রাখবেন আপনার রং যা আছে তাই থাকবে। শুধু যত্ন করে উজ্জ্বল করে তুলতে পারেন এটুকুই। শ্যাম বর্ণের তারকাদের দেখুন, তাদের মুখের যা আছে তাই থাকে। শুধু একটু সচেতনতা আর নিয়মিত যত্ন দিয়ে হয়ে উঠেছেন লাবণ্যময়ী।
সতর্কতাঃ কোনো উপকরনে কারো এলার্জি থাকলে সে ওই উপকরণটি অবশ্যিই বাদ দিবেন।
প্রতিক্ষণ/এডি/এইচ
=======