ঘরোয়া রূপচর্চায় বরফ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

borof1

বরফ যে শুধুমাত্র ব্যথা কমাতে সাহায্য করে তা নয়, বরং বিভিন্ন ধরণের ঘরোয়া সৌন্দর্যের টিপসেও বরফ অদ্ভুত ভাল কাজ করে৷ রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু আমরা নিজেরাই জানি না ঘরের কিছু সাধারণ জিনিস দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা যায়। বরফ এমনই একটি উপাদান,  যা আমাদের ত্বকের যত্নে অনেক বেশি কার্যকরী।

জেনে নিই রূপচর্চায় বরফের কিছু ব্যবহার-

১। ত্বকে বরফ ঘষলে ত্বক টানটান হয় এবং ত্বক আরও কোমল হয়। তাছাড়া খোলা লোমকূপ বন্ধ করতেও দারুণ কার্যকর বরফ।

২। মেকআপ দীর্ঘস্থায়ী করতে মেকআপের আগে ত্বকে প্রাইমার ব্যবহার করা হয়। তবে ত্বকে কিছু কিছু লোমকূপ বেশ বড় হয়ে যায়। এই কারণে মেকআপ বসতে চায় না। তাই লোমকূপ বড় হয়ে গেলে প্রাইমার ব্যবহারের আগে ভালো মতো বরফ ঘষে নেওয়া যেতে পারে।

borof৩। বরফের ঠান্ডাভাব ত্বকের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর তাই ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে বরফ।

৪। অনেকের ঘুম না হওয়া বা অন্য কোন কারণে চোখের নিচে ফুলে যেতে পারে। আর ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে বরফ। তাই চোখের নিচে ফুলে গেলে সেখানে খানিকটা বরফ ঘষে দেওয়া যেতে পারে।

৫। বয়স বাড়লে ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। তবে বরফ বলিরেখার পরিমাণ কমাতে সাহায্য করে।

৬। ত্বকে ব্রণ হলে এর চারপাশে লালচে দাগ পরে। বরফ ঐই লালচে ভাব কমাতে সাহায্য করে।

বরফ ঘষার আগে খেয়াল রাখতে হবে যেন ত্বক ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর নরম একটি কাপড়ে বরফ মুড়ে বরফ গলতে শুরু করলে তা সারা মুখে ঘষে নিতে হবে। দু’তিন মিনিট সময় নিয়ে পুরো মুখের প্রতিটি অংশে ভালোভাবে বরফ ঘষতে হবে। ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে বরফ লাগিয়ে নিতে হবে। এরপর মুখে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G