হকির ফ্র্যাঞ্চাইজি : চট্টগ্রাম একমির জয় দিয়ে শুরু

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ অপরাহ্ণ

শিরোপা প্রত্যাশী একমি চট্টগ্রাম জয় দিয়ে শুরু করেছে। আজ শুক্রবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে তারা ৩-২ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে পরাজিত করে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা গড়ানোর পরপরই একমি-সাইফ উভয় দলই বেশ কয়েকটি সম্ভাব্য গোলের সুযোগ হাতছাড়া করে। পেনাল্টি কর্নার থেকে ১৩ মিনিটে একমির শিতুল ও ১৯ মিনিটে সাইফের তানজিম ও ২৩ মিনিটে সাইফের অস্ট্রিয়ান ফরোয়ার্ড মরিজ ফ্রে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

এরপর ২৪ মিনিটে সাইফের গোলরক্ষক কুজুরের ভুলে একমি পেনাল্টি স্ট্রোক পেলে ভারতীয় অধিনায়ক দেবিন্দার বাল্মিকির হিট পোস্টে লেগে ফিরে আসে। ২৬ মিনিটে অবশ্য ভুল করেননি দেবিন্দার। রিভিউ থেকে একমি পেনাল্টি কর্নার পেলে জার্মান এলভিস স্পারলিংয়ের পুশ থেকে দেবিন্দার সাইফের গোলরক্ষক কুজুকে পরাস্ত করে গোলে ১-০ গোলে একমিকে এগিয়ে নেন।

কিন্তু ৩৪ মিনিটেই সমতায় ফেরে সাইফ। পেনাল্টি কর্নার থেকে রাজুর পুশ থেকে অধিনায়ক খোরশেদ গোলমুখি হিট নিলে একমির গোলরক্ষক সজিবের গায়ে প্রতিহত হলেও ফিরতি হিটে তানজিম গোল করে দলকে সমতায় ফেরান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G