চট্টগ্রামে কলোনির মাটির নিচে ১১ বস্তা ফেনসিডিল
চট্টগ্রামের মহানগরীর বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন কলোনিতে প্রায় চার ঘণ্টা ধরে ফেনসিডিল উদ্ধারে অভিযান চালায় সদরঘাট থানার শতাধিক পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান শুরু করে। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
অভিযানে কলোনির একটি স্থানের মাটি খুঁড়ে ড্রামের ভেতরে থাকা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তাগুলোতে কতগুলো ফেনসিডিলের বোতল আছে তা জানতে গণনা চলছে। অভিযানে পুলিশের একশরও বেশি সদস্য নিয়োজিত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান শাহ মো. আবদুর রউফ।
পুলিশ বলছে, নগরীর সদরঘাট থানার বরিশাল কলোনি এমনিতেই মাদকের আখড়া হিসেবে পরিচিত। এ কলোনিতে চার শতাধিক ঘর রয়েছে। কলোনির বিশাল একটি সিন্ডিকেট মাদক ব্যবসায় জড়িত। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এ কলোনিতে পুলিশ একাধিকার হামলার শিকার হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ