চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৯:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

floodচট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি ও বাঁশাখালী, আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায় গত ৫দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে প্রায় চার লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সাতকানিয়া, হলদিয়া থেকে বাজালিয়া পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চার থেকে পাঁচ ফুট পানিতে ডুবে যাওয়ায় ৫দিন ধরে চট্টগ্রামের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ডলু খাল ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় সাতাকানিয়ার ১৫টি ইউনিয়ন, চন্দনাইশ, বাঁশখালী, ফটিকছড়ি, আনোয়ারা ও হাটহাজারীরসহ জেলার ৮৬টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বন্যায় চট্টগ্রামে শত শত ঘরবাড়ি, শত শত একর ফসলি জমি এবং চিংড়ি ঘের ভেসে গেছে। উদ্ভূত পরিস্থিতে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছেন।

বানভাসি মানুষেরা এ মুহূর্তে সরকার এবং জনপ্রতিনিধিদের সাহায্যের হাত বাড়ানোসহ তাদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আহ্বান জানিয়েছেন। এদিকে, ধসের আশঙ্কায় উচ্ছেদ করা হচ্ছে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতবাড়ি। নিরাপদ স্থানে সরানো হচ্ছে, সেখানকার মানুষকে। উল্লেখ্য, পাহাড়ি ধল, পাহাড় ধস ও ঝড়ে কক্সবাজার, বান্দরবান ও সেন্টমার্টিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G