চট্টগ্রামে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শোকজ

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষন ডট কম.

CCC_logo_md20150330090140নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে চট্টগ্রামের প্রধান তিন মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলরকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। সোমবার বিকেলে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন ও জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠকে এ শোকজ করা হয়। অন্যদিকে শোকজ পাওয়া তিন কাউন্সিলরের নাম জানা যায়নি।

এদের মধ্যে এম মনজুর আলম ও আ জ ম নাছিরকে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সাতদিনের মধ্যে ব্যাখা দেয়ার নির্দেশ  দেয়া হলেও সোলায়মান আলম শেঠকে সময় বেঁধে দেয়া হয়নি।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার মো.আব্দুল বাতেন বলেন, ‘অভিযুক্ত তিন মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলরের বিরুদ্ধে আচরণ বিধি লঙঘনের অভিযোগ পাওয়া গেছে। তাদের শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত জবাবের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১১ এর বিধি ৪ অনুসারে  ভোটগ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে না বলে উল্লেখ আছে।

তফসিল অনুযায়ী ৭ এপ্রিলের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেননা। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G