চবি প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)ছাত্রলীগের এক কর্মীকে উস্কানি মূলক মন্তব্য করায় শহীদ আব্দুর রব হলে হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তবে ভিতর থেকে হলের গেইট বন্ধ থাকায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় শিবির সন্দেহে এক জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুরুজ নামে ছাত্রলীগের এক কর্মী আব্দুর রব হল ঝুপড়িতে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। তখন পাশের দোকানে বসে থাকা কিছু শিবির কর্মী সুরুজ এবং তার বন্ধুদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করে।
সুরুজ তার প্রতিবাদ জানাতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুরুজকে ধাক্কা দেয় শিবিরের কর্মীরা। পরে সে তার বন্ধুদের খবর দিলে ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হলের সামনে জড়ো হয়।
কিন্তু প্রক্টোরিয়াল বডি এবং হলের কর্তৃপক্ষের নির্দেশে হলের মূল ফটক বন্ধ করে রাখায় কেউ হলের ভিতর প্রবেশ করতে পারেনি।
পরে বিকাল সাড়ে চারটায় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা ফিরে যায়। পরে পুলিশ হলে তল্লাশি চালায়। এসময় হল থেকে শিবির সন্দেহে মোস্তফা নামে পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থীকে সন্দেহবাজন আটক করা হয়। এসময় হলে তল্লাশী চালিয়ে চার বস্তা জিহাদী বই সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী অজগর জানান, ছাত্রলীগের ছেলেরা মাঠে খেলছিল এমন সময় শিবিরের কিছু ছেলে তাদেও উস্কানি মূলক মন্তব্য করায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রয়নে আনে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জনান, সুরুজ নামে আমাদের এক কর্মীকে মারধর করে শিবিরের ছেলেরা। আমাদের কর্মীরা জানতে পেরে তাকে উদ্ধার করতে যায়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
হাটহাজারী থানার ওসি ইসমাইল জানান, ছাত্রলীগের কর্মীরা আব্দুর রব হলে হামলার চেষ্টা চালিয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিবির সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হল তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ বেশ কয়েক বস্তা জিহাদী বই উদ্ধার।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ