চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারো আবুল কালাম আজাদ নামের এক শিবির কর্মীকে পেটালো ছাত্রলীগের কর্মীরা। বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আজাদ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সে নিজেকে শিবিরের সাথী বলে স্বীকার করেছে।
আজাদ বলেন, ক্লাস শেষ করে আমি হলে যাচ্ছিলাম এ সময় ৭-৮ জন ছেলে এসে আমাকে তাদের সাথে যেতে বলে। আমি যেতে না চাইলে তারা আমাকে মারধর করে।
চবি ছাত্রলীগের সভাপতি মো.আলমগীর টিপু বলেন, সে ক্যাম্পাসে মূলত এসেছিল চোরাগুপ্তা হামলা চালাতে । এ খবর আমাদের কাছে আসলে ছাত্রলীগ কর্মীরা তাকে ধরে পুলিশে দেয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল হোসেন বলেন, আজাদ নিজেকে শিবিরের সাথী বলে স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাটহাজারী থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার শিবিরের সাবেক অর্থ সম্পাদক মেজবাহ নামে একজনকে মারধর করে ছাত্রলীগ।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ