চবি ছাত্রলীগের ছয় কর্মী বহিষ্কার

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ১০:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

চবি প্রতিবেদক

বহিষ্কারসংগঠনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ছয় কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

আজ সন্ধ্য ৬ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, মার্কেটিং বিভাগের শিমুল বিশ্বাস, গণিত বিভাগের সাজিদুল কবির, হিসাব বিজ্ঞান বিভাগের ফাহিম হোসেন, ইংরেজী বিভাগের ইমরান খান, ইসলামের ইতিহাস বিভাগের ইমাম হোসন, মনোবিজ্ঞান বিভাগের আতাউর রহমান। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত কয়েক মাস ধরে আবাসিক হল গুলোতে মোবাইল লেপটপ সহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র চুরির ঘটনা ঘটে আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা আজ দুপুর দেড় টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে পুলিশ তালা ভেঙ্গে দেয়।

এ সময় ফটকের বাইরে দাঁড়ানো গাড়ি আর দোকান ভাংচুরের চেষ্টা করে ছাত্রলীগের কর্মীরা। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই ছয় কর্মীকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, “সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, “সংগঠনের ভাবমূর্তি নষ্ট করায় এদের বহিষ্কার করা হয়েছে। সে যেই হোক দলীয় নেতৃত্ব মেনে না চললে তাকে শাস্তি পেতে হবে।”

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G