চমেকে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট

প্রথম প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো:

রোগীদের ভোগান্তির মাধ্যমে প্রথম দিনের মতো ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা।

রবিবার দুপুর একটা থেকে তাদের ধর্মঘট শুরু হয়।

১৩১৩ শয্যার এ হাসপাতালে ২৬৩ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট করা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে জানিয়ে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.শুভ প্রতিক্ষণকে জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা চমেকে ধর্মঘট করছি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

ধর্মঘটের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন রোগীর অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, ধর্মঘটের প্রথমদিন তাদের কিছু ভোগান্তি হয়েছে। এভাবে ধর্মঘট চলতে থাকলে আরও কষ্ট পেতে হবে বলে মনে করেন তারা।

তবে হাসপাতালের উপ-পরিচালক ডা. দিদারুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে না। কারণ আমাদের পরিচালকের অধীনে ২৭০ জন, চমেক এর অধীনে ২৪৭ জন, ৩০০ অনারারি মেডিকেল অফিসার, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের অধীন ২০০ চিকিৎসক আছেন। রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G